তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষে অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ, জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমুলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ী) আসনের জুড়ী উপজেলার ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৪৪ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২৫৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৫১৬ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ী) আসনের জুড়ীতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৬৭০ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৭’শ ১৮ জন এবং নারী ভোটার ৫৫ হাজার ৯’শ ৫১ জন।