মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ১০০ গ্রাম হেরোইনসহ মামুন ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফকার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার রাতের জয়পুরহাট রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, মামুন চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসতো।
বৃহস্প্রতিবার রাজশাহী হতে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ঞ বগিতে বিশেষ কায়দায় লুকিয়ে অবৈধ মাদক দ্রব্য হেরোইন পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে ট্রেনের ঞ বগিতে তল্লাশীকালে মাদক ব্যবসায়ী মামুন ট্রেন থেকে নেমে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার দেহ তল্লাশি কালে পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।