পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ভুমি গ্রাসীদের কাছ থেকে খাস জমি উদ্ধারের আন্দোলনকে বেগবান করার জন্য জন সংগঠনের উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সাথে উপজেলা প্রশাসন, জন প্রতিনিধি ও সাংবাদকবৃন্দের সাথে মত বিনিময় সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে সিডিএ’র সহযোগীতায় উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, জনসংগঠন ঐক্য পরিষদের সভা প্রধান গজেন্দ্র নাথ রায়, জেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সভাপতি জালাল উদ্দীন, মল্লিকপুর জনসংগঠনের সধারণ সম্পাদক শান্ত রাম রায় প্রমূখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, অর্থ সম্পাদক দুলাল সরকার, যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, সিডিএ’র সমন্বয়কারী কাউসারুল আলম, লোহাগাড়া ইউনিটের কো-অডিনেটর মমতা ঘোষ সহ বিভিন্ন জন সংগঠনের নেতা ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version