দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সামাজিক যোগাযোগমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের সুফি ধারার গান ‘প্যাঁচিয়ে থাকা দড়ি’। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ইউটিউবে ‘কবি এনামূল হক পলাশ Poet Enamul Haque Palash’ নামে একটি চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে।

প্যাঁচিয়ে থাকা দড়ি গানে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত সুরকার ও শিল্পী অলক বাপ্পা।
‘প্যাঁচিয়ে থাকা দড়ি’ নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, পরস্পরের ভাব ও ভালোবাসা মূলত একটি প্যাঁচিয়ে থাকা দড়ি। দুইটি সুতা পাক দিয়েই একটি দড়ি হয়। এ গানটি প্রেমের গভীরতা উচ্চরণ করে। আশা করি সব ধরণের শ্রোতার গানটি ভালো লাগবে।

গানটির শিল্পী শফিউল বাদশা বলেন, এই সময়ে ভাবের গান খুব কমই লেখা হচ্ছে। আমরা আগের গানগুলো বারবার গাইছি। এনামূল হক পলাশের মৌলিক সুফি ঘরানার গানটি গাইতে পেরে আমার ভালো লেগেছে। আত্মশুদ্ধি ও ভাব জগতে বিচরণ করতে চাইলে এইসব গানের বিকল্প নেই। গানটির সুরকার ও শিল্পী অলক বাপ্পা বলেন, কবি এনামূল হক পলাশ খুবই শক্তিমান একজন কবি। গানটি সুর করার পর মনে হলো এটি আমারই গাওয়া উচিৎ। তা না হলে সুরটি বিকৃত হয়ে যেতে পারে।

প্যাঁচিয়ে থাকা দড়ি। The twisted Rope । এনামূল হক পলাশ। Enamul Haque Palash। অলক বাপ্পা। Sufi Song । সুফি গান।

প্যাঁচিয়ে থাকা দড়ি

কথা – এনামূল হক পলাশ
কন্ঠ – অলক বাপ্পা
সুর – অলক বাপ্পা
সঙ্গীতায়োজন – কে ডি বিজন

The twisted Rope

Lyric – Enamul Haque Palash
Voice – Alok Bappa
Tune – Alok Bappa
Music arrangement : K D Bijon

এই জনমে আমি তুমি প্যাঁচিয়ে থাকা দড়ি
অবিচ্ছেদ্য প্রেমে আছি তুমুল জড়াজড়ি।।

সুতায় সুতায় বেঁধে হবে সুবিস্তৃত জাল
তুমি আমি ছড়িয়ে দিব প্রেমের করতাল।
দুইটি সুতা পাক দিয়ে হয় একটি মাত্র দড়ি
তুমি আমি দুজন মিলে প্রেমের জগৎ গড়ি।।

এই জনমে আমি তুমি প্যাঁচিয়ে থাকা দড়ি
অবিচ্ছেদ্য প্রেমে আছি তুমুল জড়াজড়ি।।

জালে যখন পড়বে ধরা শুদ্ধ তুমি হবে
মানুষগুলো অবিরত প্রেমের ভেতর রবে।
তুমি আমি দুজন মিলে প্রেমের জগৎ গড়ি
সেখান থেকে শুরু হবে আলোর ছড়াছড়ি।

এই জনমে আমি তুমি প্যাঁচিয়ে থাকা দড়ি
অবিচ্ছেদ্য প্রেমে আছি তুমুল জড়াজড়ি।।

1 2
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version