নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শীতবস্ত্র (চাদর) উপহার দিয়েছেন টাঙ্গাইলের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্টার মোহাম্মদ রেজাউল হাসান চৌধুরী।

বৃহস্পতিবার(একুশে ডিসেম্বর) সকালে বীর মুক্তিযাদ্ধা মােহাম্মদ আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে এক মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়।বিতরণ প্রদানকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্টার মোহাম্মদ রেজাউল হাসান চৌধুরী বলেন, নাগরপুরে শীতের তীব্রতা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের শীতের কষ্ট লাঘবে আমার পরিবারের পক্ষ থেকে এই শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের প্রয়োজনে আমি সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো,ইনশাআল্লাহ।

মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান এ-র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন,মেডিকেল অফিসার ডা.কাউসার আহমেদ,বীর মুক্তিযাদ্ধা মােহাম্মদ আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এ-র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share.
Leave A Reply

Exit mobile version