নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠে এখন গরম হাওয়া বইছে। গত ১৮ ডিসেম্বর প্রতীক নির্ধারিত হওয়ার পর থেকে প্রার্থীরা ছুটছে দুরন্ত গতিতে। মাত্র এক দিন না পেরুতেই পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। তবে আচরণবিধি লঙ্ঘন করে রঙিন ব্যানার ঝুলতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের দলীয় প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির। চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ ৪৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির রঙ্গিন ব্যানার ঝুলতে দেখা যাচ্ছে কানসাট কলাবাড়ি মোড় , ধোপপুকুর, ধোবড়া সহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে সাধারণ মানুষের আনাগোনা। নির্বাচনী নীতিমালায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে কোন প্রার্থীর পোষ্টার বা ব্যানার রঙ্গিন হবে না সাদা কালো হতে হবে। কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী আচরণ বিধিমালাকে উপেক্ষা করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রঙ্গিন পোষ্টার, ব্যানার দ্রুত সরানোর ব্যাবস্থা নেওয়া হচ্ছে। এবং আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।