মো.ফখর উদ্দিন, আনোয়ারা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ আমান উল্লাহ পাড়া গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এর বার্ষিক ফলাফল,পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়,অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়৷গত রবিবার সকালে স্কুল কক্ষে এই সভা অনুষ্টিত হয়৷
উক্ত সভায় অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা পরিচালক ও শিক্ষক জনাব মোহাম্মদ আনিসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানটি পরিচালিত হয়।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবদুল রহিম সওদাগর ও সভাপতির আসন অলংকৃত করেন অত্র প্রতিষ্টানের প্রতিষ্টাতা পরিচালক ও প্রধান শিক্ষক জনাব মোঃ শাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ছৈয়দ জাহেদ ফারুকী, ফারুক,আজিজুর রহমান, ফরহাদ ,ফেরদৌস শাহ,মোঃ ফখর উদ্দিন, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম , জনাব মোহাম্মদ আবছার মিয়া প্রতিষ্টাতা পরিচালক স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল ও বেশ কয়েকজন গণ্যমান্য অভিভাবকবৃন্ধ। অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জামাল জামেয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং স্বাগত বক্তব্য রাখেন জনাব আবদুল রহিম সওদাগর । অভিভাবক সদস্যর মধ্যে বক্তব্য রাখেন জনাব ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অথিতিদের মধ্যে অত্যন্ত সুন্দর ও সাবলীল বক্তব্য রাখেন। অভিভাবকের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা মূলক সমাপ্তি বক্তব্য রাখেন সভাপতি মহোদয়৷অনুষ্ঠান শেষে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়৷