শাকিল বাবু
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতকালীন অবকাশ ও যীশু খ্রিস্টের জন্মদিবস (বড় দিন) উপলক্ষ্যে ১৪ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৮ ডিসেম্বর (সোমবার) থেকে আগামী ৩১ ডিসেম্বর (রবিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে।তবে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে ২২শে ডিসেম্বর পর্যন্ত। গত ১২ই ডিসেম্বর ১৬ তম সাধারণ সভার সিদ্ধান্ত-০২ মোতাবেক এবং ছুটির তালিকা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, “কোন পরিবর্তন ছাড়াই আমাদের বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পূর্বের প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী হবে। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।”