স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ৮৯ যশোর-০৫ (মণিরামপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এস এম ইয়াকুব আলী।
এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা গৌর কুমার ঘোষ, সুব্রুত ব্যানার্জী, বাবুল আক্তার বাবলু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, উপাজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এস এম ইয়াকুব আলী বলেন, মহান বিজয়ের চেতনাকে নষ্ট করতে একটি মহল এখনো চক্রান্ত করেই যাচ্ছে। এ অশুভ শক্তির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।