জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বরের মহান বিজয় দিবস পালিত হল।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। তাই বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বিজয় মুক্তমঞ্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শনিবার ১৬ই ডিসেম্বর দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মুক্তমঞ্চে উপজেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তোবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বকশীগঞ্জ থানা, বকশীগঞ্জ পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বকশীগঞ্জ হাইওয়ে সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ৮ টায় বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কুচকাওয়াজ, বেলুন ও পায়রা ওড়ানো মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। উপজেলায় বিভিন্ন স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে ডিসপ্লে খেলাধুলার আয়োজন করা হয়। দুপুর ১২ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ তালুকদার। বকশীগঞ্জ থানার (ওসি) মোঃ আব্দুল আহাদ খানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) অহনা জিন্নাতে সভাপতিতে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ আতাউর রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার পরিবার ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির শেষে সংবর্ধনা পুরস্কার বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version