মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিজয় দিবস উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ আয়োজনে পৌর পার্কে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুদার।
পৌর ছাত্রলীগের সাধারণ সাইদুর রহমান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্না, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, যুগ্ম সাধার সম্পাদক মেহেদী হাসান, সাবেক ছাত্র নেতা মাহমুদুল হাসান সাগর, উপজেলা মৎসজীবী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা ও পৌর ছাত্রলীগের একটি বিশাল বিজয় র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন।