ময়মনসিংহ প্রেসক্লাব প্রবর্তিত বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার-২০২২ পেয়েছেন দৈনিক জনকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি সঞ্জয় সরকার। প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্জয় সরকারসহ মোট সাতজনকে এ পুরস্কার দেয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএফইউজের সাবেক মঞ্জুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, এপির ব্যুরো প্রধান জুলহাস আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন মুক্তা ও মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, বর্তমান সাধারণ সম্পাদক অমিত রায় ও বর্ষসেরা সাংবাদিক যাচাইবাছাই কমিটির আহ্বায়ক হোসাইন শাহীদ। অনুষ্ঠানে বিজয়ী সাংবাদিকদের হাতে পুরস্কারের ক্রেস্ট, সনদপত্র ও অর্থমূল্য তুলে দেয়া হয়।
পুরস্কার বিজয়ী সাত সাংবাদিক হলেন: প্রিন্ট মিডিয়ায় প্রথম- সঞ্জয় সরকার(জনকণ্ঠ, নেত্রকোনা), দ্বিতীয়- দেবাশীষ সাহা রায়(প্রথমআলো, শেরপুর), তৃতীয়- আব্দুল আজিজ(প্রথমআলো, জামালপুর), ইলেক্ট্রনিক মিডিয়ায় যুগ্মভাবে প্রথম- শরীফুজ্জামান টিটু(মাছরাঙ্গা, ময়মনসিংহ) ও ইমরান হাসান রাব্বী (চ্যানেল টুয়েন্টিফোর, শেরপুর), দ্বিতীয়- আদিল মাহমুদ উজ্জ্বল(যমুনা টিভি, শেরপুর) ও তৃতীয়- সুলতান মাহমুদ কনিক (চ্যানেল টুয়েন্টিফোর, ময়মনসিংহ)। প্রতিবছর ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিবছর ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের মধ্যে এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।