স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজ উদ্বোধন হয়েছে। বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণ কাজ কাংলার হাওর থেকে শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। কাবিটা নীতিমালা অনুযায়ী নির্ধারিত ১৫ ডিসেম্বরের মধ্যে জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

সদর উপজেলার কাংলার হাওরে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, সদর উপজেলার পাউবোর শাখা কর্মকর্তা আতিকুর রহমান।
এসময় পানি উন্নয়ন বোর্ড ও হাওর বাঁচাও আন্দোলনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন চলতি বছর জেলার ১১ উপজেলার ফসলরক্ষা বাঁধের নির্মাণের জন্য প্রাথমিক পর্যায়ে ৩৯১ টি প্রকল্পে ৭১ কোটি টাকা অনুমোদন করেছে পানি সম্পদ মন্ত্রনালয়। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করতে বাধ্যবাদকতা রয়েছে বলে জানান পাউবো কর্মকর্তা।

Share.
Leave A Reply

Exit mobile version