ঝালকাঠির নলছিটিতে গরীব, দুঃস্থদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে ২ শত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হয় । বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব রোগীদের ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা.শাহনাজ শিমুল, ডা.রুকাইয়া তারেক,সমৃদ্ধ কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহফুজুর রহমান চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় সমৃদ্ধ কর্মসূচির প্রকল্প রুহুল আমিন হাওলাদার,কুলকাঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুব হোসেন বাচ্চু,কোডেকের নলছিটি শাখা ব্যবস্থাপক জাবেদ উপস্থিত ছিলেন।