দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনমানববন্ধন করেছে।
আজ রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় যশোর জেলা দায়রা ও জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যশোর জেলা শাখার নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর, অ্যাডভোকেট আমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের টানা ১৫ বছরের শাসনামলে সরকার হত্যা, সন্ত্রাস, গুমের মাধ্যমে নারকীয় পরিবেশ তৈরী করেছে। দেশে একদলীয় শাসন কায়েমের মাধ্যমে সরকার বিএনপির নেতাকর্মীদের নির্বিচারে আটক করছে। এখন সরকারের শেষ সময়ে এসে সরকার পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে জনগনের ওপর লেলিয়ে দিয়ে দেশকে কারাগারে রূপান্তর করেছে।

মানববন্ধন থেকে ফ্যাসিবাদী এ সরকারের পতন নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জনগণকে মাঠে নামান জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ।

প্রায় ঘন্টাব্যাপী চলমান মানববন্ধনে জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বর্তমান সরকারের আমলে খুন, গুম ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের স্বজনরা অংশ গ্রহন করেন ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version