লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশনার সাথে সাথে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৬টায় দৃশ্যমান ও উম্মুক্ত স্থান উপজেলা পরিষদ গেটে দুর্নীতি বিরোধী বানী সম্বলিত ব্যানার স্থাপন, সাড়ে ৮টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও দুদক পতাকা উত্তোলন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকার। পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী মানববন্ধনে অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও কর্মি, নারী কর্মি ও স্কাউটস এবং বিএনসিসির সদস্যসহ সাধারণ মানুষ। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূূূখ।

Share.
Leave A Reply

Exit mobile version