পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এ প্রতিপাদ্যে অন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুড়ে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেল মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও উষী মহিলা সংস্থার সভানেত্রী ফেরদৌসী বেগম, জয়িতা সারমিরন আকতার প্রমূখ। শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী লিলুফা ইয়াসমিন, সফল জননী নারী রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সারমিন আকতার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ঊষা রানী রায়কে জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment