কে. এম. সাখাওয়াত হোসেন : ৬৫ কেজি গাঁজাসহ মো. আলমগীর (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪। সে মাদক কারবারি চক্রের সদস্য এবং নেত্রকোণার পূর্বধলা উপজেলার বানিয়াকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ফকিরের ছেলে। তার দখলে থাকা একটি পিকআপ, একটি মোবাইল ও নগদ এক হাজার টাকা জব্দ করেছে র্যাব।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১৪ (সিপিসি-২) ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মুহা. জাহিদ হাসান।
র্যাব জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এসময় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশী পরিচালনা করা হয়।
পিকআপের পেছনে পার্টেক্সের হার্ডবোর্ড কেটে অভিনব কায়দায় রক্ষিত ৬৫ কেজি গাঁজাসহ আলমগীরকে আটক করতে সক্ষম হয় র্যাব।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত ব্রাহ্মনবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে তা দেশের অভ্যন্তরে বিভিন্নস্থানে বিভিন্ন জনের কাচে বিক্রর করা কথা স্বীকার করেছে।
আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামিকে ভৈরব থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।