নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সিরাজগঞ্জ-৫
(বেলকুচি ও চৌয়ালী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিল্পপতি মো.মমিন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাসকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ -৫ আসনে নির্বাচন কমিশনের গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্য সিনিয়র সহকারী জজ সোহেল রানা এ আদেশ দেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ১৮ বিধি মোতাবেক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী ১১ ডিসেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালত এর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
গত ২৮ নভেম্বর দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যানার, ফেসটুন সহ মোটর সাইকেল শোভাযাত্রা করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো.মমিন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল লতিফ বিশ্বাস। বুধবার সকালে আচরন বিধি লঙ্ঘনের দায়ে তাদের শোকজ নোটিশ প্রদান করে নির্বাচনি অনুসন্ধান কমিটি।