গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সমস্যাগুলো বুঝতে ও সবার সামনে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড়ে “বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়” এ কর্মসূচির আয়োজন করা হয়।
“দয়ায় নয়, যোগ্যতায় বাঁচি” এই স্লোগানে ইভেন্টটি পরিচালনা করেন অর্গাইজেশনটির সেচ্ছাসেবীরা।
এসময় শিশুদের নিয়ে বিস্কুট দৌড়, বালিস খেলা, কানামাছি খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়ুথ অর্গানাইজেশনের পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, উপপরিচালক আশফিকা জাহান আফি, জেনারেল সেক্রেটারী এসএম মামুন নাইমুর, স্বেচ্ছাসেবী আকুল, তৌহিদ, রেজওয়ান, রাকিব, ফয়সাল, আতিক, বৃষ্টি, অথৈ, সেহাব, মেহেদী হাসান, সাকু মিয়া, সাকিব, শিমুল, সজীব, সৌমিক, তামজীদ, হিমেল প্রমুখ।
গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারাও মানুষ, তারা সমাজের বহির্ভূত না। যদি তারা দরকারি সুবিধা ও সুযোগ পায়, তবে তারাও ভালো কোনো পর্যায়ে পৌঁছতে পারবে। তাই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সুন্দর সময় কাটাতে অর্গানাইজেশনের সেচ্ছাসেবীরা কিছু গেমস ও পুরস্কারের আয়োজন করেন