ভারতের মণিপুর রাজ্যে দুটি সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) ভারত-মিয়ানমার সিমান্তের ১০ কিলোমিটার দূরে তেঙ্গনৌপাল জেলায় এই বন্দুকযুদ্ধ হয়। জাতিগত সহিংসতায় অন্তত ১৮০ জন নিহতের সাত মাস না পেরোতেই আবার এই সংঘাত হলো। খবর টাইমস অব ইন্ডিয়া।
দেশটির পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করেনি।
মণিপুর পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, জায়গাটি ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনার কারণ। তারা অভিযানে গিয়ে কোনো অস্ত্রের সন্ধান পাননি।
ঘটনার পর মণিপুরের পরিস্থিতি শান্তিপূর্ণই রয়েছে। এর সঙ্গে জাতিগত সংঘাতের কোনো সম্পর্ক নেই বলেও ওই কর্মকর্তা জানান।