মোঃনাজমুল হোসেন বিজয়।
তালতলী,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার জেলার তালতলী উপজেলার শারিকখালীর ইউনিয়নের নলবুনিয়া এলাকা থেকে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজাসহ দুটি মোবাইল ও নগদ ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন নলবুনিয়া এলাকার মো. হেমায়েত হিমু (৬০) ও তার ছেলে মো. সোহান (৩০)।
পুলিশ সূত্রে জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই জ্ঞান কুমার, এস আই বশির, এএসআই রুবেলের নেতৃত্বে নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে বাবা মো. হেমায়েত হিমু ও ছেলে সোহানকে গাঁজাসহ আটক করে। পরে তালতলী থানায় তাদের হস্তান্তর করা হয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আটক বাবা-ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।