রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেওয়ার পরিকল্পনায় ঝালকাঠিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মিলে কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৮ নভম্বের) ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ইউকেএইডের সহযোগিতায় ঝালকাঠি মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের আয়োজনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও যুব সংগঠন এতে অংশঅংশগ্রহণ করেন।
কর্মশালা পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান।
এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়,সাংবাদিক অলোক সাহা, কেএম সবুজ, রতন আচার্য্য উপস্থিত ছিলেন।