আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সারকারখানা টিএসপি কমপ্লেক্স লিমিটেডে কর্মচারী নিয়োগ দিয়ে পরীক্ষা নিতে পারেনি গত এক বছরেও। ফলে ক্ষোভে ফুঁসছেন আবেদনকারীরা।
বিসিআইসি সূত্রে জানা যায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্টিজ বিসিআইসির (কর্পোরেশন) নিয়ন্ত্রণাধীন টিএসপি কমপ্লেক্স লিমিটেড -এ ২০২২ সালের অক্টোবরের ২৭ তারিখে ১৬ পদে ৫৪ জন কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার স্বারক নং ১৯১।
এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১৩ মাস কেটে গেলেও লিখিত পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘ সময় পার হওয়ার পরও নিয়োগ পরীক্ষা না হওয়ায় এর মধ্যে আবেদনকারীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে। অনেকের বয়সসীমা পার হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জানা যায়, ২০২২ সালের ২৭ অক্টোবর ১৬টি পদে ৫৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে টিএসপি প্রশাসন। বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ প্রার্থীরা আবেদন করেন। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় একবছর পর এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি টিএসপি প্রশাসন।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক আবেদনকারী ক্ষোভ প্রকাশ করেন। তারা এই সমস্যার দ্রুত সমাধান চান।
এক আবেদনকারী বলেন, পনেরোটির বয়সসীমা রয়েছে অনূর্ধ্ব ৩০ বছর, আরেকটির বয়সসীমা ৪০ বছর। এমনিতেই করোনাকালীন সময়ে নিয়োগ বন্ধ থাকায় আমরা পিছিয়ে পড়েছি। সেখানে একবছর আগে একটি নিয়োগ প্রকাশের পর এখনো লিখিত পরীক্ষার আয়োজন করতে পারল না টিএসপি কর্তৃপক্ষ। কিছুদিন পর বয়স ৩০ পার হয়ে যাবে। এতে স্বপ্নও ভেঙে যাবে। এর দায় কে নিবে।