তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জুড়ীতে মোটরসাইকেলের লাইসেন্স না থাকা ও হেমলেট না পরায় বেশ কয়েকজন মোটরসাইকেল চালক’কে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার সম্মুখভাগে উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোটরসাইকেলের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেট না পরায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় মোট ৮ টি মামলায় ৪৭০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জুড়ী থানার এসআই মোঃ ওবায়েদের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।