নোয়াখালীর কবির হাট উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে পোল্ট্রি ফার্ম খামারিদের প্রায় দুই কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি

(নোয়াখালী -প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে গত ১৭ ই নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে আটটি পোল্ট্রি ফার্মে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়,

সরে জমিনে গিয়ে দেখা যায় ধানশালিক ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাসিন্দা প্রবাসী নুরুল ইসলাম বলেন আমি আমার সকল অর্জিত অর্থ দিয়ে একটি লেয়ার পোল্ট্রি ফার্ম নির্মাণ করি, গত ১৭ ই নভেম্বর বিকাল ৪ঘটিকার সময় ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে আমার ২১১৫টি লেয়ার মুরগী সহ সেটটি পানির নিছে ডুবে যায়। এতে আমার ৩০ লাখ টাকার উপর ক্ষতি হয়েছে বলে জানান তিনি, এবং তিনি আরো বলেন আমার এত বড় ক্ষতি হয়েছে খোলা আকাশের নিচে বসে আছি এখন পর্যন্ত সরকারি কোন দায়িত্বশীল আমাদের যোগাযোগ করে নি, এখন পর্যন্ত কবির হাট উপজেলার (uno)বা প্রাণিসম্পদ কর্মকর্তা কেউ আসে নি, আমি সরকারের কাছে সাহায্য চাই বলে জানান তিনি।

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ধানশালিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব নবীর একটি পোল্ট্রি ফার্ম নুর ইসলাম, আরিয়ান এগ্রো ফিসারিস আলাউদ্দিন, সালাউদ্দিন মালিকানাধীন সহ প্রায় আটটি পোল্ট্রি ফার্ম ঘূর্ণিঝড়ে একেবারে ভেঙে পড়ে এবং ফার্মে থাকা মোরগ গুলো মারা যায় ।
এতে পোল্ট্রি ফার্ম খামারিদের প্রায় দুই কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।

এই বিষয় প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হোসেন বলেন, আরিয়ান পোল্ট্রি ফার্মের মালিক আমাকে জানিয়েছে কয়েকটা পোল্ট্রি ফার্ম ঘূর্ণিঝড়ে উড়ে গেছে, আগামীকাল ক্ষতিগ্রস্ত ফার্ম গুলো দেখতে যাব,

এই বিষয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, উপজেলার অধিকাংশ পোল্ট্রি ফার্মগুলো নিবন্ধন বিহীন, যার কারনে কোন সমস্যা হলে সাথে সাথে আমাদেরকে অবহিত করে না, ঘূর্ণিঝড়ে পোলিট্র ফার্ম ক্ষতি হলে তাহা আমরা সরজমিনে গিয়ে দেখব বলে জানান তিনি,

Share.
Leave A Reply

Exit mobile version