আবু বকর ছিদ্দিক রনিনি, যশোরঃ
বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে শনিবার গভীর রাতে বোমা হামলা করা হয়েছে। ১৫টির অধিক নিক্ষিপ্ত বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। পরিবারের সদস্যসহ এলাকার মানুষের মধ্যে আতংক তৈরি হয় রাতে।
অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত জানান, রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কস্থ বাস ভবনে একের পর এক বোমা হামলা শুরু হয়। হামলাকারীরা পাশে অনিন্দ্য ইসলাম অমিতের চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। বাড়ির প্রধান ফটকে ও ভিতরে বোমা বিষ্ফোরিত হয়। বোমার স্পিলিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক বোমার লাগাতার বিষ্ফোরণে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ১০ থেকে ১৫ মিনিটের এ হামলায় প্রকম্পিত হয়ে ওঠে মহল্লা। গভীর রাতে এ বোমা হামলায় আতংকিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জানতে ওই রাতে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হুসাইন ও কোতয়ালি থানার ওসিকে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ সাড়া দেননি। পরে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।