স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
জোড়াসাঁকো থেকে শিলাইদহ শিরোনামে “গঙ্গা -পদ্মা সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম” এর অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুর বারোটায় যশোরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি বাংলাদেশ -এর যশোরের আহ্বায়ক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, সাবেক উপাচার্য অধ্যাপক অশোক ঠাকুর,দেবদূত ঘোষ ঠাকুর,বাংলা ওয়াল্ড ওয়ইল্ডের স্নেহাশীষ সুর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোরের সভাপতি হারুন অর রশীদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাশ রতন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু।
আরও উপস্থিত ছিলেন ড.সুতপা ঘোষ ঠাকুর,জয়িতা বিশ্বাস,মাখায়ন চৌধুরী,হিন্দোল দাস,ইস্পিতা দাস,অসিম শোভন রায়, দীপংকর কাঞ্জিলাল, অর্পিতা কাঞ্জিলাল,রুমা গাঙ্গুলী,বিচারপতি চামেলী মজুমদার ও বাংলাদেশের মোঃ হেলাল, কাওসার জাহান আকন,অধ্যক্ষ জে এম ইকবাল, সাজেদ রহমান,যোগেষ চন্দ্র দত্ত, জয়ন্ত কুমার বিশ্বাস, জাহিদ হাসান প্রমূখ।
বক্তারা বলেন, ধর্মীয় উন্মাদনা মুক্ত হয়ে বাঙালী হয়ে উঠার প্রচেষ্টাই পারে আমাদের মানবিক ও অসাম্প্রদায়িক মানুষে রুপান্তর করতে। দুই বাংলার মানুষ আমরা একই সুত্রে গাঁথা। আমাদের সুখ-দুঃখ এক, আবেগ প্রত্যাশা এক। আমরা এই ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে চাই।