মৌলভীবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মৌলভীবাজারের বড়লেখায় নৌকা মার্কায় ভোট চেয়ে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। সেই সঙ্গে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা৷
বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷
এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আনন্দ মিছিলে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, যুবলীগ নেতা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ও অন্যান্য নেতাকর্মীসহ অঙ্গ-সহযোগী সংঘঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
টিএমবি/এইচএসএস