হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ
স্ব-ইচ্ছায় করলে রক্তদান বাঁচতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ এই স্লোগান সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের ৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজ হল রুমে হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় ও হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মিনহাজ হাসান মিনয়ের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মাহমুদুল হাসান সোহাগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফিজার রহমান, নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা নাজমুল কায়েশ হিরু, সরকারি আলিমুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের উপদেষ্টা আনিছার রহমান, হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল হক,
কারমাইকেল কলেজের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ভারপ্রাপ্ত প্রতিষ্ঠাতা আহবায়ক আজিজুল বারীসহ হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের রক্ত যোদ্ধাগণ।