মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে সংরক্ষিত আসনে মহিলা এমপি হিসেবে স্থানীয় দুই সংসদ সদস্য শাজাহান খান ও ড. আবদুস সোবহান গোলাপের সমর্থন পেলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নারগিস আক্তার।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় তিনি এ সমর্থন পান। যদিও দীর্ঘদিন ধরে নারগিস আক্তার আগামী নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা এমপি হওয়ার নিয়ে বেশ আলোচনায় ছিলেন।
নারগিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলা যুব মহিলালীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নারগিস আক্তার নানা সামাজিক সংগঠন ও কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন।
মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।
নারগিস আক্তারকে সমর্থন করে তিনি বলেন, নারগিস আক্তার দীর্ঘদিন ধরে রাজনীতি পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখেছেন। তিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন। অন্য অনেকে নারী নেত্রী থাকলেও তাদের থেকে যোগ্যতা এগিয়ে রয়েছেন নারগিস আক্তার। দলীয় নেতাকর্মীরা তাঁর সমর্থন দিয়েছেন। তাই আমিও তাকে সমর্থন দিলাম।
একই সুরে সমর্থন দিয়ে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ বলেন, নারগিস আক্তার মহিলা নেত্রী ছাড়াও সামাজিক নানা ক্ষেত্রে তার পরিচিতি রয়েছে। আমরা তাকে এই কারণেই সমর্থন দিতে চাই। আশা করছি, দল থেকেও তিনি সমর্থন পাবেন।
আওয়ামীলীগের বিশেষ সভায় সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোসাঃ নারগিস আক্তার বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। সাধারণ অসহায় মানুষের সুখে-দুঃখে সর্বত্র তাদের পাশে থেকেছি। আপনাদের সবার সমর্থন পেলে জনগণের সেবক হয়ে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো।
নারগিস আক্তার বলেন, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি। তাঁর আদর্শে চলি। তাঁর মতের বিপরীতে গিয়ে কখনোই কোন কাজ করিনি। আগামীতেও করবো না। তাই আমি বিশ্বাস করি আপা যোগ্যতা দেখে আমাকে জনগণের হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবেন।
উল্লেখ্য, যুব মহিলালীগ নেত্রী নারগিস আক্তার দুই যুগেরও বেশি সময় ধরে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০০৪ সালে মাদারীপুর সদর যুব মহিলা লীগের সভাপতি হন। এরপর ২০০৯ সালে মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি ও ২০২২ সাল থেকে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নারগিস আক্তার ২০১৯ সালে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বার অংশ নিয়েই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারভীন জাহানকে ৩৬ হাজার ৩০০ ভোটে পরাজিত করে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন।