তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ভারতীয় ৫০ কেজির ২৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে জমশেদ খাঁন নামে একজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেসার্স জমশেদ ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়।
কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস জনান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের Indian White Sugar লেখা ভারতীয় একটি কোম্পানির ২৪ বস্তায় মোট ১২শ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে কমদামে চিনি আনেন এবং ভারতীয় বস্তা থেকে খুলে খুচরা বিক্রি করছিল।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জমশেদ খাঁন এবং পলাতক অন্য একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।