মো: আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে রশিদ আনছারি বাবু(৩৫)নামের এক যুবকের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৩ নভেম্বর) রাত ৮টায় সদর উপজেলার জগৎসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
থানা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর অভিযুক্ত মো: নিটিল তার চাচা মো: বিপ্লব হোসেনের সাথে রাস্তায় তর্ক-বিতর্ক করছিলো। এমন সময় বাবু তাদেরকে ঝগড়া করতে নিষেধ করতে বললে বাবুর গলায় নিটিল চাকু ধরে মারার হুমকি দিয়ে চলে যেতে বলে। পরে তার বাড়িতে এসে আসবাবপত্র ভাংচুর করে বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায়। এরপর গত ১২ নভেম্বর নিটিল, অনিক সহ ৪-৫ জন বাবুকে মারার উদ্দেশ্যে গিয়ে তাকে না পেয়ে বাড়িতে আগুল লাগিয়ে দিয়ে চলে যায়। এতে বাড়ির আসবাবপত্র সহ সব কিছু পুরে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, রাত সোয়া আটটার সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে পৌছে প্রায় দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের সুত্রপাত বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটেছে। এখানে প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনায় সোমবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।