বাগীশিক সরল ইউনিয়ন সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন ও শ্রী শ্রী কালী মন্দির গীতাবিদ্যাপীঠের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালী প্রতিনিধি
বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের বৃহত্তর পরিসরে সাংগঠনিক কার্যক্রম ও গীতার প্রচার প্রসার বাড়ানোর প্রয়াসে শুভ দিপাবলীর পূণময় তিথি ১২ই নভেম্বর ২০২৩ইংরেজী রোজ রবিবার বাঁশখালী উপজেলার আওতাধীন ৭নং সরল ইউনিয়ন জালিয়াঘাটা উত্তর নাথপাড়াস্থ শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের প্রচার সম্পাদক শ্রী হিরন কান্তিতে দে এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ছোটন জলদাশের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী শংকর প্রসাদ দাশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক শ্রী সাগর কান্তি সুশীল, প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী ঋত্বিক দাশ ও বিশেষ অতিথি শ্রী বিপ্লব দেব প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বাগীশিক সরল ইউনিয়ন সংসদের নব সারথীবৃন্দসহ ও শ্রী শ্রী কালী মন্দির গীতাবিদ্যাপীঠের বিদ্যার্থী এবং অভিভাবকবৃন্দ।
এতে উপস্থিত অতিথিবৃন্দ গীতার আলোকে বক্তব্য রাখেন। বলেন গীতা হলো ব্রহ্মজ্ঞান, গীতার জ্ঞান যদি আমরা জীবনে চলার পথে ধারণ, মনন করতে পারি তাহলে আমাদের আত্মজ্ঞানের উপলব্ধি হবে, যা ইহজগৎ ও পরলোক যে আসা যাওয়া হতে আমাদের মুক্তি লাভ করাবে।
পরে সম্মেলনের ২য় অধিবেশনে বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক সাগর কান্তি সুশীল মহোদয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী ঋত্বিক দাশ মহোদয় শ্রী রুপন কান্তি দেকে সভাপতি, শ্রী শম্ভু কান্তি নাথকে সাধারণ সম্পাদক, শ্রী অরুপ কান্তি দাশকে সাংগঠনিক সম্পাদক ও শ্রী নয়ন কান্তি দেকে অর্থ সম্পাদক রেখে ২১জন সদস্য বিশিষ্ট বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) সরল ইউনিয়ন সংসদ (২০২৩-২০২৬)ঘোষণা করেন।