স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
আজ সোমবার (১৩ নভেম্বর) খুলনার সার্কিট হাউজ ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসভা
দলীয় নেত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। দলীয় নেতা-কর্মীরা আশা করছেন, এবারের জনসভাটি স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগমে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলা থেকে দশ সহস্রাধিক কর্মীসহ উপস্থিত হচ্ছেন ৮৯ যশোর-০৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি জনন্দিত জননেতা এস এম ইয়াকুব আলী।
এবিষয়ে এস এম ইয়াকুব আলী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা সরাসরি শুনতে আমার এলাকার জনগণ উদগ্রীব হয়ে আছে। মণিরামপুর থেকে দশ সহস্রাধিক দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেবেন।