চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দেবীনগর পুটিমারি বিলে সাশ্রয় মূল্যে আখ চাষের জন্য মুড়ি আখ চাষের ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায়, ৪র্থ ফেজ বাস ইউএসডিএ বিএসআরআই সিআর -১ প্রকল্পের অর্থায়নে ও কৃষি প্রকৌশল বিভাগ বিএসআরআই ইশ্বরদী পাবনা এর সম্পাদনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.মো ওমর আলী মহাপরিচালক বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ।

আনিসুর রহমান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক বাস-ইউএসডিএ সিআর প্রকল্প-১ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ মুড়ি আখ চাষীরা।
এ সময় বক্তারা সাশ্রয় মূল্যে আখ চাষের জন্য মুড়ি আখ চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Share.
Leave A Reply

Exit mobile version