তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বিএনপি জামায়াতের ৪৮ ঘন্টা অবরোধের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও ও সহিংসতার প্রতিবাদে মৌলভীবাজারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অব্যাহত রয়েছে।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে কুসুমবাগ এলাকা জুড়ে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ সহযোগি অঙসংগঠনের নেতৃবৃন্দরা।
জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন সহ জেলা নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টার দিকে কুসুমবাগ এলাকায় অবরোধের প্রতিবাদে একটি মিছিল বের হয়। এতে উপস্থিত শতশত নেতার্কমীরা অংশগ্রহণ করেন।
মিছিল ও শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও অজয় সেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি, জেলা তাঁতী লীগ সভাপতি আলী হায়দার ও সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগ সদস্য মো. আক্তারুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী প্রমুখ।
যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন- জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সহ-সভাপতি মবশ্বির আহমদ, মুজিবুর রহমান, মহিউদ্দিন চৌধুরী ফহিম, শেখ রুমেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ দাশ যীশু, হোসেন ওয়াহিদ সৈকত ও আবদুল আজিজ, সদস্য মো. তাজুল ইসলামসহ নেতাকর্মীরা।
এছাড়া ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগসহ আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সভায় বিএনপির অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নাশকতা প্রতিরোধে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।