স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮৯ যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির নির্বাহী সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক এসএম ইয়াকুব আলীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার ঝাঁপা ইউনিয়নের হানুয়ার বটতলা,বাগের মোড়,ঋষিপাড়া মোড়,চন্ডিপুর স্কুল মোড়,খালিয়া বাজার,খেদাপাড়া ইউনিয়নের দোদাড়িয়া বটতলা শাগরা তরফদার মোড়,জামতলা মোড়ে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগ করে লিফলেট বিতরণ করা হয় ও ইয়াকুব আলীর বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের বই বিতরণ করে সাধারণ মানুষের কাছে দোয়া চাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্হার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, আওয়ামী লীগ নেতা জয়নাল ফকির, নজু ইসলাম,মফিজুর রহমান,উত্তম কুমার, অশোক ঘোষ,উজ্জ্বল ঘোষ,মাহবুবুর রহমান,শামসুর রহমান,হাসান আলী,লাল্টু, ছাত্রলীগের রাকিবুল হাসান, সৈকত,হুমায়ুন রাজুু,সুমন,সালাম,ইলিরাজ,অনুপম ঘোষ, সৌরভ কুমার,সন্জয় কুমার,রাহুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।