রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা গয়াবাড়ী ক্ষুতারপুলে নদীর স্তুপকৃত বালু ট্রাক্টর দিয়ে চুরি করার অপরাধে, শফিয়ার রহমান নামে এক ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার(৪ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই দণ্ড প্রদান করেন। জানা গেছে, সকালে উপজেলার গয়াবাড়ি ক্ষুতারপুল নদীর স্তুপকৃত বালু, ট্রাক্টর দিয়ে নিয়ে যাচ্ছিলেন ট্রাক্টর মালিক শফিয়ার রহমান। কোন প্রকার লিজ ছাড়া বালু নিয়ে যাওয়ার খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার অভিযান চালিয়ে ট্রাক্টরটি আটক করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাক্টর মালিক শফিয়ার রহমান কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় অপরাধ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে ডিমলা থানা পুলিশ সহযোগীতা করেন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment