স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলায় সংঘটিত চুরি, ডাকাতি, অপহরণ, অবৈধ অস্ত্রগুলি উদ্ধারসহ হত্যার রহস্য উদঘাটনের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশের পরিচালিত অভিযানে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি,২টি ধারালো চাকু, ১টি আইডি কার্ড,মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও ১টি প্রাইভেটকারসহ আসামি মোঃ ইসতিয়াক আহমেদ (৩২) ও মোঃ মুকুল মোল্লা (৩০)কে গ্রেফার করে।
গ্রেফতারকৃত ইশতিয়াক যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ভবানীপুর পাঠানপাইকপাড়া গ্রামের মৃত জুলফিকার মতিনের ছেলে ও মুকুল মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া পূর্ব পাড়ার মৃত সিদ্দিক মোল্লার ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল-মামুনসহ গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৩ রা নভেম্বর দিবাগত রাতে যশোর কোতয়ালী ও বাঘারপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে কোতয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া এলাকায় যশোর–মাগুরা রোডের পাশ থেকে ১টি প্রাইভেটকার আরোহী ২জনকে আটক করে ২ রাউন্ড রাইফেলের গুলি পেয়ে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে বাঘারপাড়া থানাধীন ভবানীপুর মেসার্স মতিন এলপিজি ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালনা করে ফিলিং ষ্টেশনের কেশ কাউন্টারের পিছনে ধৃত আসামী ইসতিয়াক আহমেদের বসত ঘর থেকে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, ২টি চাকু, মাদকদ্রব্য গাজাসহ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই মফিজুল ইসলাম যশোর জেলার বাঘারপাড়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।