ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ ফুলছড়ির ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে টিসিবি’র কার্ড নিতে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। প্রায় তিন হতে চার শতাধিক কার্ডে ২০০ টাকা করে নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে উপজেলার ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী নির্বাচিত হওয়ার পর থেকে টিসিবির পণ্য প্রাপ্তির জন্য বরাদ্দকৃত পুরাতন কার্ডগুলো নতুনভাবে ভোক্তাদের হাতে তুলে দিতে গিয়ে ২০০ টাকা নিচ্ছেন, আর তা না হলে মিলছে না নতুন কার্ড।
এ ব্যাপারে উক্ত ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য আঃ হাই, ৪ নং ওয়ার্ডের সদস্য হাসমত আলী, ৭ নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম সহ একাধিক ইউপি সদস্য আক্ষেপ করে বলেন, “আমরা সাধারন জনগনকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছি। কিন্তু সেই প্রতিশ্রুতি পুরণে আমরা ব্যর্থ। এরপরেও জনগনের কাছ থেকে চেয়ারম্যান টিসিবির পুরনো কার্ডগুলো পরিবর্তনের নামে ২০০ টাকা নিচ্ছে। এ ঘটনায় আমরা নিজ এলাকার সাধারণ জনগণকে লজ্জায় মুখ দেখাতে পারছি না।
তারা আরও বলেন, চেয়ারম্যান টিসিবির কার্ডের পাশাপাশি ভর্তুকি কার্ডের ৩০ কেজি করে চাল বিতরণের সময় কার্ডধারী প্রত্যেকের কাছ থেকে প্রতিমাসে মালামাল পরিবহন খরচের কথা বলে ৪০-৫০ টাকা করে নিচ্ছে। এই ব্যাপারে আমরা কয়েকবার বাধা দিলেও তিনি আমাদের কথায় কর্নপাত করেনি। আমরা এই ব্যাপারে স্থানীয় প্রশাসন সহ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন ভুক্তভোগী বলেন, “ভোট দিয়া আনসার আলীক চেয়ারম্যান বানাইয়া ভুল করছি হামরা। এই চেয়ারম্যান ট্যাকা ছাড়া কিছুই বোঝে না। সরকার হামাক ফ্রি ফ্রি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্ড দিলেও চেয়ারম্যান হামার কাছ থাকি ট্যাকা নেয়। হামরা এই চেয়ারম্যানের বিচার চাই। সাথে হামার কাছ থাকি নেওয়া ট্যাকা ফেরত চাই।”
এসব অভিযোগের ব্যাপারে জানতে মোবাইল ফোনে একাধিকবার অভিযুক্ত চেয়ারম্যান আনসার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইলে পাওয়া জায়নি।