রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার পাটচাষী দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১ নভেম্বর) পাঠ মন্ত্রনালয় ও পাট অধিদপ্তর ডিমলার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে “সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নের ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মশালায় পাট চাষের প্রতি আগ্রহ, সরকারের বিনামূল্যে কৃষি যন্ত্রয়াংশ সরবরাহ, পলিথন বর্জন, পাট ব্যবহৃত উপকরণ ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় নীলফামারী জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস.এম আবু বক্কর সাইফুল ইসলাম, পাট অধিদপ্তর রংপুর বিভাগীয় সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, পাট কর্মকর্তা দরিবুল্লাহ্ সরকার প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version