স্টাফ রিপোর্টার : ঢাকায় গত ২৮ অক্টোবর সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেত্রকোণায় সাংবাদিকদের মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, ভজস দাস, সুজাদুল ইসলাম ফারাস, কামাল হোসাইনসহ আরো অনেকে।
নেত্রকোণা প্রেসক্লাবে সদস্য সচিব অ্যাড. হাবিবুর রহমান বলেন, নজীরবিহীনভাবে সাংবাদিকদের টার্গেট করে হামলা চালিয়ে আহত করেছে। এই হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সেই সাথে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর যেন আর হামলা না হয় সেজন্যে প্রয়োজনীয় নিরাপত্তা বিধানে সরকারের প্রতি আহবানও জানান তিনি।
মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকেবৃন্দ অংশগ্রহণ করেন।