আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সহধর্মিণী ফিরোজা আমুর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
বুধবার (১ নভেম্বর) যোহর বাদ কেন্দ্রীয় মসজিদে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মরহুমার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে ভার্চুয়ালে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমি হোসেন আমু এমপি।
এসময় নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন,ইউপি চেয়ারম্যান আবদুল হক, এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, সিরাজুল ইসলাম সেলিম, আব্দুল গফফার খান, সোহরাব হোসেন বাবুল মৃধা,উপজেলা যুবলীগের আহবায়ক মামুন তালুকদার,যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুম,ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্সসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য ফিরোজা আমু ২০০৭ সালের ১ নভেম্বর ইন্তেকাল করেন।