দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে গভীর রাতে মদ খেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে এক বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নাজিম উদ্দিন (৪৫) নামে একজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বিধবা নারী।
অভিযুক্ত নাজিম উদ্দিন উপজেলার বালিজুরী ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে।

রবিবার রাত ৩টায় উপজেলার বালিজুরী ইউনিয়নের কলাপাড়া গ্রামে ভিকটিম বিধবার বসত ঘরে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও বিধবা নারী জানায়, নাজিম উদ্দিন মদ খেয়ে রাত ২টায় বিধবা নারীর ঘরের দরজা ভেঙ্গে ঘরে ডুকে ধর্ষণের চেষ্টায় জাপিয়ে পরে। তখন তার ঘুম ভাঙ্গলে অনেকক্ষণ জোরাজুরি করে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন আসার উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দিন পালিয়ে যায়। আরও জানাযায়, নাজিম উদ্দিন প্রায়শই মদ খেয়ে বিভিন্ন মেয়ে/ মহিলাদের বিরক্ত করে। তার বিভিন্ন আচরণে আমরা সবসময় ভায়ে থাকি। সে বালিজুরী ইউনিয়নের প্রাভাবশালী মাফিক ডাক্তারের শালা হওয়ায় অনেকে মুখবোজে থাকে, কিছু বলার সাহস পায়না।

কালাপড়া গ্রামের বালিজুরী ইউপি সদস্য খলিল মিয়া বলেন, আমাকে রাত সাড়ে ৩টার সময় ভিকটিমের ছেলে ডেকে নিয়ে যায়। আমি তাৎক্ষণিক তাদের বাড়িতে যাই। তাদের বাড়িতে ধর্ষণের চেষ্টার অনেক আলামত পাওয়া গেছে। নাজিম উদ্দিনের নামে এর আগেও অনেক অভিযোগ এসেছে।

বালিজুরী ইউনিয়নের প্রভাবশালী মাফিক ডাক্তার জানান, ঘটনায় অভিযুক্ত আমার কেউনা। অন্যায় করেছে শাস্তি হউক।

খরব পেয়ে ঘটনাস্থলে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন পরিদর্শন করেছেন। ধর্ষণের চেষ্টা অভিযোগের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ভিকটিম বিধবা নারী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে। যতই প্রভাবশালী হউক কোন ছাড় দেয়া হবে না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version