রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী যড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮অক্টোবর) সকাল ১০ টায় ডিমলা বিজয় চত্তরে ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুর সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করেন ডোমার-ডিমলা (নীলফামারী-১)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলার দশটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতীলীগ. শ্রমিক লীগ, মহিলা লীগসহ দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
শান্তি ও উন্নয়ন সমাবেশে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত। সমাবেশে ডোমার-ডিমলার উন্নয়ন সহ শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। শান্তি ও উন্নয়ন সমাবেশে আরো বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান এ,এইচ,এম ফিরোজ সরকার, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক, সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।