এম এ হাসান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগন্জ (সেতাবগন্জ) উপজেলায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
বোচাগন্জ থানা সুত্র জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৮ অক্টোবর) বোচাগন্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক রাসেল এর সুদক্ষ নির্দেশনায় থানা পুলিশের একটি টীম উপজেলার দৌলা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ঐ যুবককে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস্ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত যুবক মোঃ আরিফুল ইসলাম (৩৫) দিনাজপুর জেলার বোচাগন্জ (সেতাবগন্জ) উপজেলার দৌলা এলাকার মৃত বাবুল হক এর ছেলে।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বোচাগন্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক রাসেল।