যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের পূর্বাঞ্চলীয় রাজ্য মেইনে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে (২৬ অক্টোবর) আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মেইনের অন্যতম জনবহুল শহর লুইস্টনে এ হামলা হয়। এ সময় অন্তত ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন। বন্দুকধারী বারসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে।
লুইস্টন পুলিশ বিভাগ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়েছে। তিনি বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দুটি বন্দুক হামলার সঙ্গে জড়িত রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ জানিয়েছে, বার, গ্রিল রেস্টুরেন্ট এবং বিনোদনকেন্দ্রে এ বন্দুক হামলা চালানো হয়েছে।
মেইনের কেন্দ্রীয় হাসপাতালও হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করেছে।