রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জিইউকে পরিচালিত উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আয়োজনে স্বপ্ন প্রকল্পের আওতায় নেটস্ বাংলাদেশ এর সহযোগিতায় সংস্থাটির উদাখালী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুর রহমান ও জাহাঙ্গীর আলম, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খাঁন, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর আব্দুল জলিল প্রমুখ।
সভায় কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালুকে সভাপতি নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট জিইউকে পরিচালিত ফুলছড়ি উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটি বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের আওতায় শিক্ষা সহায়ক হিসেবে প্রকল্পভূক্ত কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করবে।