সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল

পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানালেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। শনিবার (২১ অক্টোবর) রাত ৯ টায় এক শুভেচ্ছা বার্তায় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আনন্দ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমি গলাচিপা উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালী হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। তিনি আরও বলেন, প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। এ উপজেলার ২৯টি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় এসেছে। গলাচিপা থানা পুলিশ, আনসার বাহিনী, গ্রাম পুলিশ আপনাদের নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতা
প্রদান করবেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।

অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ

পটুয়াখালীর গলাচিপায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। সনাতন ধমাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন গলাচিপা থানা পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় শোনিত কুমার গায়েণ বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। গলাচিপা থানা পুলিশ আপনাদের সাথে আছে। পুলিশ আপনাদের বন্ধু। এ উপজেলার ২৯টি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় এসেছে। গলাচিপা থানা পুলিশ, আনসার বাহিনী, গ্রাম পুলিশ আপনাদের নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। তিনি আরও বলেন, আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে
প্রতিটি পূজা মন্ডপে বাড়তি নজরদারী রাখা হচ্ছে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা। সকলে ভাল থাকবেন।

Share.
Leave A Reply

Exit mobile version